শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) ও কক্সবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo সংস্কার না হলে আবারও দুঃশাসন ফিরে আসবে: আলী রীয়াজ Logo পারমাণবিক চুক্তির জন্য ইরানকে ২ মাসের সময় বেঁধে দিলেন ট্রাম্প Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কর্তৃক ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি কক্সবাজার কর্তৃক ১ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo শিগগিরই তুলাকে কৃষিপণ্য ঘোষণা করবে সরকার Logo পুলিশকে নতুন শপথ নেওয়ার আহ্বান জানিয়ে যা বললেন ড. ইউনূস Logo উদ্বুদ্ধ হয়ে আরব আমিরাতে রোজা রাখছেন অমুসলিমরাও Logo হাসনাত সারজিসের কাঁধে শিশু আছিয়ার লাশ Logo ইউক্রেন শান্তির জন্য কাজ করতে ‘প্রতিজ্ঞাবদ্ধ’: জেলেনস্কি

নির্বাচনের তারিখ ঘোষণায় গড়িমসি স্বাভাবিক নয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ২:২৪ অপরাহ্ন
নির্বাচনের তারিখ ঘোষণায় গড়িমসি স্বাভাবিক নয়: রিজভী
নির্বাচনের তারিখ ঘোষণায় গড়িমসি স্বাভাবিক নয়: রিজভী

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করা কোনও স্বাভাবিক বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে অমর একুশে বইমেলায় জিয়া স্মৃতি পাঠাগার ও জিয়া পরিষদের বইমেলার স্টল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সংস্কার হলো চলমান প্রক্রিয়া। এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা– এটা জনগণ কখনোই অথবা যারা রাজনীতিকে পর্যালোচনা করেন পর্যবেক্ষণ করেন পৃথিবীর বিভিন্ন ইতিহাস থেকে তাদের কাছে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না।’

‘প্রয়োজনীয় সংস্কারের কথা তো আমরা সবাই বলেছি কিন্তু সংস্কারের কথা আপনারা বারবার উচ্চারণ করে গণতন্ত্রের পথকে আটকে রাখবেন এটা মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে এই যে গড়িমসি করা আমার কাছে মনে হয় এটা কোনও স্বাভাবিক বিষয় নয়। জনগণকে অবশ্যই জানাতে হবে তার নির্বাচন কবে হবে।’

রিজভী বলেন, ‘অনেকেই বলেছেন যে নির্বাচনের জন্যই কি বিপ্লব হয়েছে? বিপ্লব তো হয় একটা ক্রেজের ওপর ভিত্তি করে। মানুষ ১৬-১৭ বছর ভোট দিতে পারেনি, ১৭ বছর মানুষ তার নিজের চিন্তা অনুযায়ী তার সরকার পরিবর্তন করতে পারেনি। সুতরাং অবাধ-সুষ্ঠু নির্বাচন এবং জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার যে অধিকার সেই অধিকারকে হরণ করা হয়েছিল– এটা পুনঃপ্রতিষ্ঠিত করা গণতন্ত্রের অন্যতম শর্ত।’

রিজভী বলেন, ‘সত্যিকার অর্থে যদি গণতান্ত্রিক পরিবেশ থাকে তখনই সবকিছু বিকাশ লাভ করে। তখন এগিয়ে যাওয়ার একটা পরিবেশ তৈরি হয়। আর সেটা যদি অবরুদ্ধ থাকে তাহলে তো কোনও কিছুরই বিকাশ হবে না। হুমায়ূন আহমেদ একটি বই লিখেছিলেন সেই বইয়ের লেখা পরিবর্তন করার জন্য হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। তাহলে কী আমল ছিল গত ১৬-১৭ বছর? বই পাঠ করা এবং জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করা এটা অত্যন্ত জরুরি। গণতান্ত্রিক সমাজের পূর্ব ভিত্তি হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ জিয়া স্মৃতি পাঠাগার এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL