নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নিয়মিত অভিযানে ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) ও যশোর বিপুল পরিমান মাদক উদ্ধার।
(মঙ্গলবার) ২৭শে আগষ্ট, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মোঃ আবুল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক রাহুল সেন এর দিক নির্দেশনায়, পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, পল্লবী থানাধীন সেকশন ১২, সি ব্লকে, ১০ নং রোডের ১/১ বাসায় মোঃ খোকন (২৬) এবং মোঃ শামীম (৫৭) পরস্পর যোগসাজসে দীপ্ত জুসবার ও আয়ুর্বেদিক সালসা ঘর নামীয় দোকানঘরে অবৈধ মাদকদ্রব্য ক্যানাবিস ও ক্যাফেইন সংরক্ষন করায় অভিযুক্ত মোঃ খোকন (২৬)কে শরীয়তপুর এর নিজ দখলীয় পূর্ব ভিটির পশ্চিম দূয়ারী দোকানঘর তল্লাশী করে বিভিন্ন বোতলে মাদকদ্রব্য মিশ্রিত ক্যানাবিস ৬৪.৯৫ লিটার এবং মাদকদ্রব্য মিশ্রিত ক্যাফেইন ৯৬.২৫ লিটার এবং একটি Samsung smart মোবাইল ফোনসহ মোঃ খোকন (২৬) কে হাতেনাতে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামত সম্পর্কে জিজ্ঞাসাবাদে আসামী জানায় “উদ্ধারকৃত মাদকদ্রব্য মিশ্রিত ক্যানাবিস ও ক্যাফেইন এর প্রস্তুত কারক মোঃ শামীম (৫৭) “। আসামীদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।
অন্যদিকে (বুধবার) ২৮শে আগষ্ট, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘খ’ সার্কেল একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার শার্শা থানাধীন কাশিপুর পূর্বপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ লাল্টু মন্ডল (৩৭), পিতা- মৃত আব্দুল আলিম ও মোঃ রফিকুল ইসলাম প্রকাশ রফি (৪৫)কে ১৮ (আঠারো) বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। একই দিন দুপুর সাড়ে ১২ টায় ‘ক’ সার্কেল কর্তৃক একটি টিম যশোর জেলার কোতয়ালী থানাধীন পুলেরহাট রাজগঞ্জ রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জসিম উদ্দিন (৪৪), পিতা- মোঃ একরামুলকে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক শেখ আবুল কাশেম ও পরিদর্শক মোঃ লায়েক উজ্জামান বাদী হয়ে শার্শা ও কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেন বলে জানা যায়।