নিজস্ব প্রতিবেদকঃ মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র নিয়মিত অভিযান অব্যাহত । আবারো ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা উদ্ধার।
(বৃহস্পতিবার) ৩১শে অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর)এর উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক রাহুল সেন এর নেতৃত্বে, উত্তরা সার্কেল পরিদর্শক বেলায়েত হোসেন এর সমন্বয়ে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, উত্তরা পশ্চিম থানাধীন ৯নং সেক্টর, আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড মেইন রোডের পশ্চিম পাশে “শান্ত এক্সপ্রেস” নামক বাস টিকেট কাউন্টারের সামনে পূর্ব পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭,২০০(সাত হাজার দুইশত) পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ অর্থ ২৭,০০০ (সাতাইশ হাজার) টাকাসহ মোহাম্মদ ইয়াছিন (২৭) ও মোঃ আবুল হাসেম(২০)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।