গত ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর ‘কিছু অভিযোগ’ উত্থাপিত হলে তদন্ত করে কেন্দ্রীয় কমিটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়ার পর ‘নানা অভিযোগ’ পাওয়ার কথা জানিয়ে তদন্ত করে জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো জয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন: সহ-সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া সাইফুল ইসলাম রিমন ও মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতাবিষয়ক সম্পাদকের পদ পাওয়া সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদকের পদ পাওয়া ইমরান হোসেন এবং সদস্য পদ পাওয়া আব্দুল্লাহ আল মামুন ও রায়হান হোসেন।
কেন্দ্রীয় সংসদ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর ‘কিছু অভিযোগ’ উত্থাপিত হলে সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিযোগ তদন্তে কমিটি গঠন করে। সেই কমিটির প্রতিবেদনে ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তদন্ত প্রক্রিয়াটি চলমান থাকবে বলেও ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, “তদন্ত কমিটিতে যারা আছেন তারা অভিযোগগুলো যাচাই করে রিপোর্ট দিয়েছেন। এর ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তবে এই ছয় জনের কার বিরুদ্ধে কী অভিযোগ, সে বিষয়ে ছাত্রদলের বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি, গণেশও এ বিষয়ে কিছু বলতে পারেননি।
তদন্ত কমিটিতে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতাদের কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসে ছাত্রদল। তবে তারা হলে কার্যক্রম চালাতে পারছে না।
গত ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলবিরোধী বিক্ষোভও হয়েছে একাধিক দিন।