নিজস্ব প্রতিবেদকঃ মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র নিয়মিত অভিযান অব্যাহত । আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সুনামগঞ্জ কর্তৃক বিপুল পরিমান মাদক গাঁজাসহ গ্রেফতার ২।
(রবিবার) ২৪ই নভেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, সুনামগঞ্জ এর সহকারী পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সুনামগঞ্জ সদর থানাধীন দিরাই রাস্তা পয়েন্ট এলাকাস্থ সামছুদ্দিন এর চা দোকানের সামনে অভিযান পরিচালনা করে ৭(সাত) কেজি গাঁজাসহ নেত্রকোনার বাসিন্দা মো: সুজন মিয়া(২৫) ও ময়মনসিংহর বাসিন্দা এমদাদুল মিয়া (৩৫)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।