নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র নিয়মিত অভিযানে আবারো ঢাকা গোয়েন্দা ও দিনাজপুর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।
(বৃহস্পতিবার) ২৬শে ডিসেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক শাহরিয়া শারমিন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার জননী এক্সপ্রেস পার্শ্বেল সার্ভিস অফিসের উত্তর পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা:) লিঃ এর (ঢাকা মেট্রো ঊ – ১৪-০৫০০) নম্বরধারী কাভার্ড ভ্যান তল্লাশি করে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন এবং উক্ত কাভার্ড ভ্যানসহ চালক মোঃফরহাদ হোসেন (৩৪)কে হাতেনাতে গ্রেফতার করে। এ বিষয়ে, উপপরিচালক খোরশিদ আলম বলেন, মাদককারবারীরা নিত্য নতুন যত ধরনের কৌশল গ্রহন করুক না কেন, আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি আরও জোরালো করা হয়েছে। মাদককারবারীদের বিরুদ্ধে কোনো ছাড় নয়। আসামীর বিরুদ্ধে পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।
অন্যদিকে (বৃহস্পতিবার) ২৬শে ডিসেম্বর ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, দিনাজপুর এর উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর এর সার্বিক তত্ত্বাবধানে,দিনাজপুর কোতয়ালী উপজেলার নিশ্চিতপুর এলাকায় মোঃ আক্তার হোসেনের বাড়িতে তল্লাশী করে ভাড়াটিয়া মোছাঃ মনোয়ারা বেগম(৪৯),পিতা-মোঃ দবির উদ্দিনকে ৩(তিন) কেজি গাঁজা ও ২৮ (আটাইশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।