নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নিয়মিত অভিযানে আবারো যশোর কর্তৃক ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার।
(মঙ্গলবার) ২০ই আগস্ট, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম এর সার্বিক তত্ত্বাবধানে, ‘ক’ সার্কেল একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার চৌগাছা থানাধীন মাকাপুর গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ শুকুর জামান (৩৪) কে ২৭ (সাতাশ) বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি মামলা দায়ের করেন বলে জানা যায়।