নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর কর্তৃক আবারো বিপুল পরিমান মাদক ইয়াবা উদ্ধার।
(বুধবার) ৫ই মার্চ, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রামনগর ইউপির ০৩ নং ওয়ার্ডের মুড়লী খাঁ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রফিকুল ইসলাম ওরফে বিসমিল্লাহ (৪৩) কে ১০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
একই দিন অপর অভিযানে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার টু নিউ মার্কেট রোডস্থ মনিহার এলাকায় হামদান কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে মোঃ মিজানুর রহমান (২৬) ও ফেরদৌস আহম্মদ (২২) কে ৭৩০ (সাতশত ত্রিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান ও উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।