নিজস্ব প্রতিবেদকঃ মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী নিয়মিত অভিযান অব্যাহত । আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ও নোয়াখালী কর্তৃক মাদক গাঁজা ও ইয়াবা উদ্ধার।
(সোমবার) ৪ঠা নভেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, যশোর ‘খ’ সার্কেলের একটি টিম ,যশোর জেলার শার্শা থানাধীন শ্যামলাগাছি উত্তর পাড়া গ্রামস্থ মোঃ জিয়াউর রহমান) এর নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে ৩ কেজি ৫০০ গ্রাম (তিন কেজি পাঁচশত গ্রাম) গাঁজাসহ মোঃ জিয়াউর রহমান (৩৮)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
একই দিনে ‘ক’ সার্কেলের একটি টিম কোতয়ালী থানাধীন চাচড়া ও শংকরপুর জমাদ্দার পাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করে। যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করে বলে জানা যায়।
অন্যদিকে (রবিবার) ৩রা নভেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক আব্দুল হামিদ এর সার্বিক তত্ত্বাবধানে, (পরিদর্শক) মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোম্পানীগঞ্জ থানাধীন চাপরাশিরহাট পূর্ব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ (চল্লিশ) পিস ইয়াবাসহ মো: আবুল বাশার প্রকাশ বাদশা (৪৭)কে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক তাজবীর আহাম্মদ বাদী হয়ে কেম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত) ২০২০ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়াও (মঙ্গলবার) ৫ই নভেম্বর সুধারাম মডেল থানাধীন সোনাপুর বাস টার্মিনালে অভিযান পরিচালনা করে আবুল হোসেন (৪০) ও মোঃমরনচাঁদ (৩২)কে মাদক সেবনের অপরাধে গ্রেফতার করা হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, (সহকারী কমিশনার ভূমি ) শাহনেওয়াজ তানভীর আসামীদেরকে যথাক্রমে ৩০ (ত্রিশ ) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ (একশত) টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরণ করে বলে জানা যায়।