নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর ও কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার।
(রবিবার) ১২ই অক্টোবর, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মো: আসলাম হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ইছালি ইউপির মনোহরপুর এলাকাস্থ যশোর টু মাগুরা মহাসড়কের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের পার্শ্বে যাত্রীবাহী বাস সোহাগ পরিবহনে অভিযান পরিচালনা করে মোঃ মহিবুর রহমান রিমন (৩১) এর দেহ তল্লাশী করে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (রবিবার) ১২ই অক্টোবর, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুমিল্লার উপপরিচালক বজলুর রহমান এর সার্বিক তত্তাবধানে, ‘খ’ সার্কেল পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দী পৌরসভাধীন বিএডিসি রোড/ পুরাতন ফেরীঘাট রোডস্থ খায়ের মিয়ার ৩য় তলা বাড়ীর নীচ তলায় অভিযান পরিচারনা করে মোঃ শরীফ প্রকাশ ফুটবলার শরীফ(৩৩) এবং মোঃ বাদল মিয়া (৩৮)কে ৯০(নব্বই) বোতল abbott লেখা কর্কযুক্ত ভারতীয় Codine Phosphate যুক্ত ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।