নিজস্ব প্রতিবেদক: মাদক মুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২৪ ঘন্টাই সজাগ। এবার ডিএনসি নোয়াখালী ও রংপুর কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার।
(শুক্রবার) ১৩ই জুলাই ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, নোয়াখালী জেলার চর জব্বর থানাধীন সোনাপুর টু চ্যায়ারম্যান ঘাট আঞ্চলিক সড়ক ২নং চর বাটা ইউপির কলোনীর রাস্তার মাথাস্থ নিজাম উদ্দিন এর চায়ের দোকানর সামনে রাস্তা উপর অভিযান পরিচালনা করে মোঃ ইসমাইল হোসেন (২৩)কে ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ ৪১,০০০ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে ইরাক প্রকাশ নূপুর (৩০) পালিয়ে যায়।
সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নোয়াখালীর চর জব্বর থানার চর বাটা এলাকার মাদকের তালিকাভুক্ত গডফাদার আবুল কালাম আজাদ ওরফে কালা আজাদের বিরুদ্ধে অব্যহত মাদকবিরোধী অভিযানের মুখে কালা আজাদ সম্প্রতি চট্টগ্রামে আত্মগোপন করে। তার অনুপস্থিতিতে এবং পৃষ্ঠপোষকতায় মাদক কারবারী ইরাক প্রকাশ নূপুর (৩০) ও মোঃ ইসমাইল হোসেন (২৩) এর নেতৃত্বে একটি চক্র এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। এরা চর জব্বর থানা এলাকাসহ পার্শ্ববর্তী সুধারাম থানা ও কবিরহাট থানা এলাকাও মাদক সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে আজ দিবাগত রাতে চর মজিদ (কলোনী রাস্তার মাথা ১নং আশ্রয়ন প্রকল্প) এলাকায় ছদ্মবেশে অবস্থান নিয়ে ৮০০০ (আট হাজার) পিস ইয়াবা ও নগদ ৪১০০০ (একচল্লিশ হাজার) টাকাসহ আসামী মোঃ ইসমাইল হোসেন (২৩)কে গ্রেপ্তার করা হয়। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে অপর আসামী ইরাক প্রকাশ নূপুর (৩০) পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকাবাসী ও আশ্রয়ণ প্রকল্পের সভাপতি জানায়, তারা কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে। আসামীদের বিরুদ্ধে চর জব্বর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় ।
এদিকে (বৃহস্পতিবার) ১২ই জুলাই ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুর এর উপপরিচালক বিপ্লব কুমার মোদক এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক (অতি: দা:) মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে, গঠিত একটি রেইডিং টিম, গোপন সংবাদের ভিত্তিতে, রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন চিথলী পশ্চিম পাড়া গ্রামস্থ মোঃ মিজানুর রহমান এর নিজ দখলীয় বসতবাড়িতে অভিযান পরিচালনা পরিচালনা করে মো: মিজানুর রহমান (৩৮) ও মো: মিঠু শেখ (৪৭) কে ৬০০ (ছয়শত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ জামালুর রহমান বাদী হয়ে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।