নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী ও যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।
(সোমবার) ২৪শে মার্চ ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালীর সুব্রত সরকার শুভ এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম কর্তৃক একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সুধারাম মডেল থানাধীন উত্তর মহতাপুর গ্রামস্থ শাহ আলম মেস্ত্রীর বাড়ির পশ্চিম পার্শ্বে নান্নু মিয়ার ব্রিক ফিল্ডের পূর্ব পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মো: রিয়াজ হোসেন প্রকাশ রিয়াদ (৩৬)কে ৪ কেজি গাঁজা ও ২ টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানা যায়, মোঃ রিয়াজ হোসেন প্রকাশ রিয়াদ (৩৬) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।
(মঙ্গলবার) ২৫শে মার্চ ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার শার্শা থানাধীন যাদবপুর গ্রামস্থ আনসার ক্যাম্পের দক্ষিণ পার্শ্বে নাভারণ টু সাতক্ষীরা গামী রাস্তার পূর্ব পার্শ্বে অভিযান পরিচালনা করে মোঃ রফিকুল ইসলাম (৬০), পিতাঃ মৃত আব্দুল মালেককে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
একইদিন অপর অভিযানে, কোতয়ালী থানাধীন বাহাদুরপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোঃ মালেক মোল্লা (২২), পিতাঃ মৃত শওকত মোল্লাকে গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিদ দায়ান আমিন আসামীকে ৫ দিনের কারাদন্ড ও ১০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও মনিরামপুর থানাধীন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোঃ সেলিম (৩০), পিতাঃ মোঃ আবুল কালামকে গ্রেফতার করে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম আসামীকে ৭ দিনের কারাদন্ড ও ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।