নিজস্ব প্রতিবেদক: মাদক মুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বদ্ধ পরিকর। এবার ডিএনসি নোয়াখালী ও গোপালগঞ্জ কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার।
(সোমবার) ১৬ই জুলাই ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সুধারাম মডেল থানাধীন চৌমুহনী-মাইজদী মহাসড়কস্থ মাইজদী বাজার নিরাময় হাসপাতালের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মো: মিন্টু মিয়া (৪২) ও মো: রানা(২১)কে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ও ৩টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদ্বয় সম্পর্কে চাচা-ভাতিজা। তারা কক্সবাজার ঘুরে ঘুরে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নোয়াখালীতে আসে বলে তারা জানায়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।
এদিকে (মঙ্গলবার) ১৭ই জুলাই ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ এর সহকারী পরিচালক নবী নেওয়াজ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন দক্ষিণ ফুকরা গ্রামস্ত্র মোঃ সোহাগ শেখের বসত ঘরে অভিযান পরিচালনা করে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ও ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ মোঃ সোহাগ শেখ (২৯) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।