নিজস্ব প্রতিবেদকঃ দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র নিয়মিত অভিযান অব্যাহত। আবারো ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) ও কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার।
(বৃহস্পতিবার) ১৩ই ফেব্রুয়ারী ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক আব্দুল হমিদ এর দিক নির্দেশনায়, সূত্রাপুর সার্কেল পরিদর্শক কাজী হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, গেন্ডারিয়া থানাধীন ২১/এ দীন নাথ সেন রোডস্থ “অলিম্পিয়া কনফেকশনারী” নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ মৌসুমী আক্তার (২১)কে ডান কাঁধে ঝুলানো ভ্যানেটি ব্যাগ হতে ২০০০(দুই হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।
এদিকে (মঙ্গলবার) ১১ই ফেব্রুয়ারী ২০২৫ খিলগাঁও সার্কেল পরিদর্শক সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রবাড়ী থানাধীন ধোলাইপাড়স্থ দক্ষিণ যাএাবাড়ী ওয়েলকাম এক্সপ্রেস নামীয় বাস কাউন্টার সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে শাহ আলম (বর্তমান মেম্বার)(৪৮)কে ৯০০ (নয়শত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক ইসমাইল হোসেন বাদী হয়ে যাত্রবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।
কুমিল্লা
অন্যদিকে (শুক্রবার) ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্বাবধানে, উপপরিদর্শক মো: মুরাদ হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার এলাকায় (কুমিল্লা টু ঢাকাগামী) এশিয়া ট্রান্সপোর্ট নামীয় যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে ১৬ (ষোল) কেজি গাঁজাসহ মোসা: রুনু আক্তার(৩৭) ও আঞ্জুমান আক্তার সুমাইয়া(২০) কে হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অল্প সময়ে অধিক অর্থ উপার্জনের লোভে আসামীদ্বয় বার বার মাদক বহনের কাজে জড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্য মাদক ব্যবসায়ীরা কৌশল হিসেবে মহিলাদের মাদক বহনের কাজে ব্যবহার করছেন। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মো: মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।