নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর), চট্টগ্রাম মেট্রো ও কক্সবাজার কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা উদ্ধার।
(বৃহস্পতিবার) ৩রা জুলাই, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর দিক নিদের্শনায়, পরিদর্শক জনাব মো: তমিজ উদ্দিন মৃধা, মোহাম্মদপুর সার্কেল এর নেতৃত্বে একটি চৌকশ টিম মতিঝিল থানাধীন আউটার সার্কুলার রোডস্থ আরামবাগ এজিবি কলোনীর সামনের রাস্তায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসি করে ২৮০০০ (আটাশ হাজার) পিস ইয়াবাসহ মোঃ নাজিম উদ্দিন (৪৩)কে হাতেনাতে গ্রেফতার করে।
উপপরিচালক শামীম আহম্মেদ ঘটনারে সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের কাছে তথ্য ছিল একটি চক্র বেশ কিছু দিন যাবৎ কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও পাশ্ববর্তী জেলায় সরবরাহ ও বিক্রয় করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা উক্ত চক্রের গতিবিধি পর্যবেক্ষন করতে থাকি এবং নিশ্চিত হই যে, চক্রটি কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ঢাকার মতিঝিল এলাকায় সরবরাহ করবে। সে সূত্র ধরে মতিঝিল থানাধীন আউটার সার্কুলার রোডস্থ আরামবাগ এজিবি কলোনীর সামনের রাস্তায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসি করে ২৮০০০ (আটাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী ইয়াবার বড় বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারী মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।
এদিকে (বৃহস্পতিবার) ৩রা জুলাই, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক সানাউল্লাহ মিয়া এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম মেট্রো কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজার উত্তর পাশে ঢাকাগামী এস আলম পরিবহনে অভিযান পরিচালনা করে খোরশেদ আলম (২৫) কে ১৪,০০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, আসামী উখিয়া কক্সবাজারের বাসিন্দা। কক্সবাজার আল হেরা নূরানী একাডেমী এর সহকারী শিক্ষক এবং কক্সবাজার হাসেমিয়া মাদ্রাসা এর ছাত্র বলে সে জানায়। উখিয়া হাজীপাড়া এর বদি আলম তার সাথে এই ইয়াবা পাচারে জড়িত বলে সে প্রাথমিকভাবে জানায়।
আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।
অন্যদিকে (মঙ্গলবার) ১লা জুলাই, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কক্সবাজার এর সহকারী পরিচালক মো: সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন এস,এ, পরিবহন নামীয় কুরিয়ার সার্ভিসে তল্লাশী করে লোকমান হাকিমের বুকিংকৃত বেবি ডায়াপার এর কৌটা হতে ৭০০০ (সাত হাজার) পিস ইয়াবা উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।