নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) এর নিয়মিত অভিযানে আবারো বিপুল পরিমান মাদক উদ্ধার।
(মঙ্গলবার) ৪ঠা ফেব্রুয়ারী, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক এনায়েত হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, হাতিরঝিল থানাধীন, ২৫৮ ডিআইটি রোড পশ্চিম রামপুরা, নাবিল স্পেশাল লাইভ বেকারী নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা সজিব খান(৩৬)কে ১৫(পনের) কেজি গাঁজা, ১টি মাইক্রোবাস ও ১টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে।
একই দিন অপর অভিযানে, উত্তরা সার্কেল পরিদর্শক বেলায়েত হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নং সেক্টর এলাকায় ও দক্ষিণখান থানাধীন গোয়ালেটক এলাকায় অভিযান পরিচালনা করে ১২০(একশত বিশ) পিস ইয়াবাসহ ২জনকে ও ১৭০ (একশত সত্তর) পিস ট্যাপেন্ডাডলসহ ১জনকে হাতেনাতে গ্রেফতার করে।
আসামীদের বিরুদ্ধে গুলশান সার্কেল পরিদর্শক রাসেল আলী ও উত্তরা সার্কেল পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে হাতিরঝিল ও উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক তিনটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।