নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী অভিযান অব্যাহত। আবারো ঢাকা মেট্রো (উত্তর) ও চট্টগ্রাম কর্তৃক বিপুল পরিমান বিদেশী মাদক উদ্ধার
(বুধবার) ৪ঠা ডিসেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদ সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক রাহুল সেন এর নেতৃত্বে, রমনা সার্কেল এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, গুলশান ও পল্টন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি ৪০ গ্রাম ট্রেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ, ৬০ গ্রাম ক্যানাবিনলযুক্ত কান্ডি, ৩৮ গ্রাম তরল ক্যানাবিনয়েড, ১৮গ্রাম ম্যাজিক মাশরুম, ৮.৫ লিটার বিদেশী মদ ও মাদক বিক্রির নগদ অর্থ ১০৫০০০ (এক লক্ষ পাঁচ হাজার) টাকাসহ কাজী মারম্নফুল ইসলাম প্রকাশ রাজ (২৬), মোঃ ইসমাইল বেপারী (৩০), পিতা- আবুল কালাম বেপারী, সাকিব নঈম (২৭)কে হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে জানায়, থাইল্যান্ড ও কানাডা থেকে এসব মাদকদ্রব্য আনয়ন করে। অত্যাধুনিক অ্যাপস ভিত্তিক বিভিন্ন গ্রুপের সদস্যদের কাছে সুকৌশলে মাদক পৌঁছে দেওয়া হয়। গুলশান ও বনানীসহ ঢাকার বিভিন্ন এলাকার ধনাঢ্য তরুণ- তরুণী এসব মাদকের বিপুল অর্থের বিনিময়ে ক্রয় ও সেবন করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ লোকমান হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।
(বুধবার) ৪ঠা ডিসেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী ঈগল স্পেশাল সার্ভিস বাসে অভিযান পরিচালনা করে ৬৪৫ (ছয়শত পয়ঁতাল্লিশ) পিস ইয়াবাসহ মো: রফিক প্রকাশ রতন (৩৮)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।
একইদিনে, চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর কর্তৃক বায়েজিদ বোস্তামি থানাধীন পশ্চিম শান্তিনগর টিস্যু ফেক্টরীর পূর্ব পার্শ্বে মামুনের কলোনীতে আসামীর দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে মো: বাবুল (৬০)কে ১০৭ (একশত সাত) পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।