নিজস্ব প্রতিবেদকঃ আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা উদ্ধার।
(মঙ্গলবার) ২৬শে নভেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক রাহুল সেন এর নেতৃত্বে একটি টিম, গোপন তথ্যের ভিত্তিতে, ঢাকার যাত্রাবাড়ীর টোল প্লাজা এলাকায় একটি নোহা গাড়ি তল্লাশি করে গাড়ির একটি অংশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০,০০০/- (দশ হাজার) পিস ইয়াবাসহ গাড়িচালক মোঃ আবুল কালাম এবং শফিকুল ইসলাম(৩৯) কে হাতেনাতে গ্রেফতার করে। সহকারী পরিচালক রাহুল সেন বলেন , তারা একটি মাদক সিন্ডিকেটের সদস্য। এই সিন্ডিকেটটি দীর্ঘদিন যাবত কক্সবাজারের টেকনাফ এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উঠতি বয়সের তরুণ তরুণীসহ বিভিন্ন শ্রেণীর লোকজনের কাছে ইয়াবা বিক্রি করছিল। আসামীদের বিরুদ্ধে গুলশান সার্কেল পরিদর্শক রাসেল আলী বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।
এদিকে (মঙ্গলবার) ২৬শে নভেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সেনবাগ থানাধীন কাবিলপুর গ্রামস্থ (ওয়ার্ড নং-০৭, ০৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদ) অভিযান পরিচালনা করে মোহাম্মদ আবদুল মোতালেব এর বসতঘর ও দেহ তল্লাশী করে ৭০০ (সাতশত) পিস ইয়াবা, মাদক বিক্রিত নগদ অর্থ ৪৮০০ (চার হাজার আটশত)টাকা এবং একটি স্মার্ট ফোনসহ আবদুল মোতালেব (৪৫)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।