নিজস্ব প্রতিবেদকঃ মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র নিয়মিত অভিযান অব্যাহত । আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবাসহ গ্রেফতার ২।
(রবিবার) ২৪ই নভেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক রাহুল সেন এর সমন্বয়ে, গুলশান সার্কেল পরিদর্শক মো: রাসেল আলীর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, পল্লবী থানাধীন বেনারশী পল্লী-০১,রোড নং ০৩, ব্লক এ, বাড়ি নং ১৬/১ এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আবু তাহের প্রকাশ সজল (৪৭)কে ১৮৫০ (এক হাজার আটশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। একই টিম পল্লবী থানাধীন এভিনিউ -১/২, ব্লক সি, মিরপুর ১২, আর্টিসান রেজা মন্ডি নামীয় বাড়ির সামনে ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে মোঃ চাঁন মিয়া (৩৫)কে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক শামীম আহমেদ বলেন, মোট ২০০০ পিস ইয়াবাসহ ২জন আসামীকে গ্রেফতার করা হয়। মাদককারবারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মো: নাজমুল হুদা বাদী হয়ে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।