নিজস্ব প্রতিবেদকঃ মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী নিয়মিত অভিযান অব্যাহত । আবারো ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।
(রবিবার) ৩রা নভেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর)এর উপপরিচালক শামীম আহম্মেদ এর নেতৃত্বে, মিরপুর সার্কেল এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, মিরপুর ও রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০৪০(চার হাজার চল্লিশ) পিস ইয়াবা, ২১.৩৫০ লিটার চোলাই মদ ও ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ মোঃ সিকিম আলী (৫০), মোঃ রহমত (৪০) ও মোঃ সায়িদ হোসেন ভল্টু (৩০)কে হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা, চোলাইমদ ও গাঁজা সরবরাহ করতো। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান ও উপপরিদর্শক মো: জামাল উদ্দিন বাদী হয়ে বাদী হয়ে সংশ্লেষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ৩টি পৃথক নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।