নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) ও কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার
(শুক্রবার) ২০ই সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর দিক নির্দেশনায়, ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মামুন এর সার্বিক তত্ত্বাবধানে, ডেমরা সার্কেলের উপপরিদর্শক শাওন তালুকদার এর নেতৃত্বে একটি টিম যাত্রাবাড়ী থানাধীন ৬,৭ উত্তর যাত্রাবাড়ী ধলপুর রোডে আরএফএল বেস্ট বাই নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ মোঃ আবু তাহের (৬২)কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জানা যায়, আবু তাহের যাত্রাবাড়ী এলাকার কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় ৪টি, শাহজাহানপুর থানায় ১টি, উত্তরা পশ্চিম থানায় ১টি, গাজীপুরের টঙ্গী থানায় ১টি এবং সিএমপি এর খুলশী থানায় ১টিসহ মোট ৮টি মাদক মামলা আছে। সর্বশেষ এ বছরের জানুয়ারি মাসে ইয়াবাসহ গ্রেপ্তার হয়। পরে জামিনে বের হয়ে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, পর্যটক সেজে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে নিজেই ইয়াবা নিয়ে আসে। যাত্রাবাড়ী এলাকায় ভাড়াটিয়া সেজে অবস্থান নিয়ে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করতো তাহের। আসামীর বিরুদ্ধে যাত্রবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
এদিকে (শুক্রবার) ২০ই সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লা এর নির্দেশনায়, জেলা কার্যালয় কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এর নেতৃত্বে গোপন একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বুড়িচং থানাধীন কোরপাই ফয়েজুদ্দিন হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার সামনে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডে অভিযান পরিচালনা করে মো: আলআমিন আহম্মেদ রমজান (২৪)কে ৩১,৬০০ পিস ইয়াবা ও ০৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।