নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রোঃ কার্যালয় দক্ষিণ কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা উদ্ধার।
(শুক্রবার) ২৭ সেপ্টেম্বর,২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোহাম্মদ মামুন এর সার্বিক নির্দেশনায়, খিলগাঁও সার্কেলের পরিদর্শক ছিদ্দিকুর রহমান এর নেতৃত্বে, খিলগাঁও সার্কেলের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, শ্যামপুর মডেল থানাধীন পোস্তগোলাস্থ ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন প্রধান গেইটের সামনে অভিযান পরিচালনা করে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ ছালমা সুলতানা ওরফে সামিয়া(৩৪)কে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী জানায়, ইতোপূর্বেও সে চট্টগ্রাম থেকে ঢাকার কেরানীগঞ্জে মাদক সরবরাহের কাজ করে আসছিল। তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চলমান আছে বলে জানা যায়। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।