নিজস্ব প্রতিবেদকঃ মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র নিয়মিত অভিযান অব্যাহত । আবারো ঢাকা মেট্রোঃ উত্তর-দক্ষিণ ও যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।
(সোমবার) ২৮শে অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরবিভাগীয় কার্যালয় ঢাকার, অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর সার্বিক নির্দেশনায়, ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম এর তত্ত্বাবধানে, কোতয়ালী সার্কেলের পরিদর্শক মোঃ শাহজালাল ভুঁইয়ার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা মেট্রোপলিটনের মিটফোর্ড, ওয়ারী ও ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ লিটন গাজী (৩৭) , মোঃ সাজাহান (৪০), মোঃ টুটুন আলী (১৮), মোঃ শরিয়তউল্লাহ (৩৯) ও মোঃ আমিনুর রহমান (৪০)কে ১২৩০ (এক হাজার দুইশত ত্রিশ) পিস টাপেন্টাডল ও ৩৪ (চৌত্রিশ) বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করে । উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম জানান, মোঃ লিটন গাজী (৩৭) এই চক্রের মাস্টারমাইন্ড। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে চক্রটিকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে ভাটারা, কোতয়ালী ও ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়।
এদিকে (সোমবার) ২৮শে অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর)এর উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক রাহুল সেন এর সমন্বয়ে, গুলশান সার্কেল পরিদর্শক মোঃ রাসেল আলী এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, মতিঝিল থানাধীন আরামবাগ এলাকাস্থ জেদ্দা এক্সপ্রেস নামীয় বাস কাউন্টারের সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে সাজেদুল করিম (৩২)কে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, আসামী সাজেদুল করিম ২০২১ সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) থেকে চাকুরিচ্যূত হয়েছে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ রাসেল আলী বাদী হয়ে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।
অন্যদিকে (সোমবার) ২৮শে অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, ‘ক’ সার্কেলের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আরমান গাজী (শেখর) (৪৪)কে ৩ (তিন) বোতল ফেনসিডিলসহ তার নিজ বাড়ী হতে হাতেনাতে গ্রেফতার করে। জানা যায়, তার বিরুদ্ধে আরও ০৮ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।
একই দিনে, ‘খ’ সার্কেল কর্তৃক যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল-টু-পাটবাড়ী রাস্তার পশ্চিম পাশে মোস্তাক আহম্মেদ এর বাড়ীর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ মনিরুল ইসলাম (৪৫)কে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।