নিজস্ব প্রতিবেদকঃ মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র নিয়মিত অভিযান অব্যাহত । আবারো ঢাকা বিমানবন্দর ও দিনাজপুরে বিপুল পরিমান মাদক উদ্ধার।
(মঙ্গলবার) ২৯শে অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর)এর উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর শাখার সহকারী পরিচালক তুষার কুমার ব্যানার্জী এর দিক নির্দেশনায়, পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা বিমানবন্দর থানাধীন সংলগ্ন মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স এর নিচতলা পশ্চিম পাশে সিঁড়ির সাথে নূরনবীর মোবাইল কেয়ার নামীয় মোবাইল সার্ভিসিং দোকানের সামনে অভিযান পরিচালনা ।মো:ইলিয়াছ মিয়া (৩২), জয়নাল আবেদীন (৪০) ও মাহমুদুল হক (৩৪)কে ৩০০০(তিন হাজার পিস) ইয়াবা ও ২টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে ঢাকা আন্তঃ বিমানবন্দর থানাধীন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।
দিনাজপুর
(মঙ্গলবার) ২৯শে অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় দিনাজপুরের উপপরিচালক শহীদুল মান্নাফ কবির এর সার্বিক তত্ত্বাবধানে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর পার্বতীপুর থানার ০৮ নং হাবড়া ইউপি এলাকায় অভিযান পরিচালনা করে ০৩(তিন) কেজি গাঁজাসহ মো: এনামুল হক (৫১)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।