নিজস্ব প্রতিবেদকঃ মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র নিয়মিত অভিযান অব্যাহত । আবারো ঢাকা গোয়েন্দা কর্তৃক বিপুল পরিমান মাদকসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।
(রবিবার) ১৭ই নভেম্বর, ২০২৪ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, মুগদা থানাধীন ৫৫/৯/১ পূর্ব মানিকনগরে অভিযান পরিচালনা করে ৪৫ (পয়তাল্লিশ) বোতল ফেনসিডিল, ৫ (পাঁচ) কেজি গাঁজা ও মাদক বিক্রিত নগদ অর্থ ২,৩৩৪০০ (দুই লক্ষ তেত্রিশ হাজার চারশত) টাকা এবং ২ টি মোবাইল ফোনসহ কুখ্যাত মাদক ব্যাবসায়ী তানিয়া আক্তার রিয়া (৩৪)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।