নিজস্ব প্রতিবেদকঃ মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র নিয়মিত অভিযান অব্যাহত । আবারো ঢাকা গোয়েন্দা ও যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।
(সোমবার) ২৮শে অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকায় সদ্য যোগদানকৃত উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এর সার্বিক তত্বাবধানে, পরিদর্শক শাহরিয়া শারমিন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সূত্রাপুর থানাধীন সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ মোঃ নুর হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় ।
এদিকে, (মঙ্গলবার) ২৯শে অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, ‘খ’ সার্কেলের একটি টিম কেশবপুর থানাধীন বাজিতপুর কারিকর পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ নজরুল ইসলাম (৩৩) কে ২০ (বিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
একই টিম অপর অভিযানে, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের পুটখালী টু খলসী রোডে অভিযান পরিচালনা করে মোঃ আব্দুর রাজ্জাক (৭৭) কে ৫ (পাঁচ) বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক শেখ আবুল কাশেম ও উপপরিদর্শক মোঃ আসিফুজ্জামান বাদী হয়ে কেশবপুর ও বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।