নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোন কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল এর নেতৃত্বে ২০৬০০ (বিশ হাজার ছয় শত) পিস ইয়াবাসহ ৬জন আসামী গ্রেফতার।
জানা যায়, (বুধবার) ১৮ই জুলাই ২০২৫ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারস্থ টেকনাফ কক্সবাজার রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ নাজিম উদ্দীন (৩২) ও মোবারক হোসেন (১৯) কে হাতেনাতে গ্রেফতার করে।
অপর অভিযানে, কক্সবাজার জেলার সদর মডেল থানাধীন ভোলা বাবুর পেট্রোল পাম্প এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন ( ৩৩)কে হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়াও কক্সবাজার জেলার রামু থানাধীন হাসাপাতাল পাড়াস্থ কক্সবাজার চট্টগ্রাম রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ মোবারক হোসেন (১৯) ও কাউসার হোসেন (২৬)কে হাতেনাতে গ্রেফতার করে।
এবং কক্সবাজার সদর থানাধীন পৌরসভা গেইটের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবাসহ মোহাম্মদ ইলিয়াস (৩৪)কে হাতেনাতে গ্রেফতার করে।
আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়