নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গাজীপুর এর নিয়মিত অভিযানে আবারো ত্রিশ লক্ষ টাকা মূল্যের ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা উদ্ধার।
(বৃহস্পতিবার) ৩০শে জানুয়ারী, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাজীপুরের উপপরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে মোছাঃ খুকুমণি আক্তার সিভা (৩৪)কে প্রায় ৩০,০০০০০ (ত্রিশ লক্ষ টাকা মূল্যের ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এ বিষয়ে উপপরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা আগের তুলনায় আরও বৃদ্ধি করা হয়েছে। গাজীপুর জেলাকে মাদকমুক্ত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) একটি নিয়মিত মামলা দায়ের করেন।