বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জিয়াউর রহমানকে নিয়ে ছাত্রদল নেতার ব্যতিক্রমী কর্মসূচি Logo ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৪৮৮ জন Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ও নোয়াখালীতে মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শীত নামার আগেই শৈত্যপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী ও যশোরে বিপুল পরিমান মাদক ইয়াবা, টাপেন্টাডল ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী, ময়মনসিংহ ও চট্টগ্রাম মেট্রো কর্তৃক আগ্নেয়াস্ত্র, তাজা বুলেটসহ বিপুল পরিমান মাদক উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতকরণে উল্লেখযোগ্য সাফল্য – উচ্চ প্রযুক্তির জালিয়াতি প্রচেষ্টা ব্যর্থ Logo ‘কার্গো ভিলেজে আগুন পোশাক ‎শিল্পের জন্য বড় ক্ষতি’ Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo এ সনদ শুধু দেশের না গোটা পৃথিবীর জন্য উদাহরণ: প্রধান উপদেষ্টা

ডিএনসির বিশেষ অভিযানে ১০০ কেজি গাঁজা ও ৫২ বোতল ভারতীয় মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২০১ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৬:২৪ অপরাহ্ন
ডিএনসির বিশেষ অভিযানে ১০০ কেজি গাঁজা ও ৫২ বোতল ভারতীয় মদ উদ্ধার
ডিএনসির বিশেষ অভিযানে ১০০ কেজি গাঁজা ও ৫২ বোতল ভারতীয় মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে মাদক চোরাকারবাীদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর বিশেষ অভিযানে ১০০ কেজি গাঁজা ও বিভিন্ন ব্রান্ডের ৫২ বোতল ভারতীয় মদ উদ্ধার।

(মঙ্গলবার) ২৭মে ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান ও  উত্তরা সার্কেল পরিদর্শক বেলায়েত হোসেন এর নেতৃত্বে একটি চৌকশ টিম মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে ২.৫ মন (১০০ কেজি) গাঁজা ও বিভিন্ন ব্রান্ডের ৫২ বোতল ভারতীয় মদসহ সৌরভ ঘোষ(২৩) ও মোঃ শাহিন(৩০)কে হাতেনাতে গ্রেফতার করে।

মঙ্গলবার দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করে,বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম বলেন, আমাদের কাছে তথ্য ছিল যে একটি চক্র আসন্ন ঈদ উল আযহা’কে কেন্দ্র করে অবৈধ বিদেশী মদ ও অন্যান্য মাদক ঢাকা ও ঢাকার আশেপাশে বিভিন্ন জেলায় সরবরাহের জন্য তৎপরতা চালাচ্ছে। একটি গোপন সংবাদের সূত্র ধরে আমরা সিন্ডিকেটটির সদস্যদের চিহ্নিত করতে সক্ষম হই এবং তাদের গতিবিধি ও কার্যক্রম মনিটরিং করতে থাকি। প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা নিশ্চিত হই যে চক্রের বড় একটি চালান ঢাকার মহাখালী এলাকায় সরবরাহ করবে। সে মোতাবেক আমরা এনা পরিবহণের একটি গাড়ীকে গাজীপুরের পূবাইল থেকে অনুসরণ করতে থাকি এবং বাসটি মহাখালী আসলে বাসটির গতিরোধ করে সন্দেহভাজন ২ জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা উক্ত মাদকের চালানের বিষয়ে সত্যতা স্বীকার করে এবং তাদের দেখানো মতে বর্ণিত আলামত উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়

গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সুমানগঞ্জের সীমান্ত এলাকা হতে বর্ণিত মাদকদ্রব্য গুলো সংগ্রহ করে সেখানে প্রাথমিক মজুদ করে এবং পরবর্তীতে বিভিন্ন পরিবহণের মাধ্যমে ঢাকা ও ঢাকার আশেপাশে জেলায় তাদের ডিলারদের কাছে উচ্চ মূল্যে সরবরাহ করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তারা ইতোপূর্বে একাধিক চালান ঢাকায় এনেছে। এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদে এ সিন্ডিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাইপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মূলত আসন্ন ঈদকে কেন্দ্র করে ঢাকা ও ঢাকার আশে পাশের জেলার অবৈধ মাদকের বিস্তার ঘটানোর জন্য তারা বর্ণিত মাদকদ্রব্য গুলো উচ্চ মূল্যে সরবরাহ করার তৎপরতা চালাচ্ছিল। আসন্ন ঈদকে সামনে রেখে ইতোমধ্যে ডিএনসির ৪টি বিশেষ টিম গঠন করা হয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন বলে তিনি জানান।

                  উদ্ধারকৃত আলামত

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL