নিজস্ব প্রতিবেদক: ঈদুল আযহাকে কেন্দ্র করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র বিশেষ অভিযানে, চট্টগ্রাম মেট্রো ও যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।
জানা যায়, (মঙ্গলবার) ৩রা জুন ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর নেতৃত্বে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম মেট্রো কর্ণফুলী থানাধীন উপজেলা অফিসের সামনে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন (৩৩), পিতা: বশির আহমদ, মো: জমির (৩৭), পিতা: মৃত আমিনুল হককে হাতেনাতে গ্রেফতার করে। এ বিষয়ে উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আসামীদ্বয় উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রতি পিস ইয়াবা ১১২ টাকা করে ক্রয় করে চট্টগ্রামে নিয়ে আসে। তারা দীর্ঘদিন ঢাকা-চট্টগ্রামে ইয়াবা পাচার করে আসছিল।
অপর অভিযানে, চট্টগ্রাম মেট্রো বাকলীয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় ২,৫০০ (দুই হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম(৩৩), স্বামী: নুরুল আফসার ও পাখি আক্তার (২৫), স্বামী: মনির আলমকে হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়াও চট্টগ্রাম মেট্রো কোতোয়ালী থানাধীন রেল স্টেশন রোড, পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে আল রাশেদ (২৯), পিতা: মৃত আমিন উল্ল্যাহকে ২,৩৪০ (দুই হাজার তিনশত চল্লিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
এবং চট্টগ্রাম মেট্রো চান্দগাঁও থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়ক সংলগ্ন যাত্রীবাহী বাস হানিফ পরিবহনে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা নাগরিক হেফজুর রহমান (৪২) কে ৯৬০ (নয়শত ষাট) পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।
আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এদিকে (মঙ্গলবার) ৩রা জুন ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি মিয়া বাড়ীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মোছাঃ সাবিনা ইয়াসমিন (৪২)কে ৬.৫ (সাড়ে ছয় কেজি) গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ ৬,৫০০ (ছয় হাজার পাচঁশত) টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় অপর আসামী মোঃ আব্দুল গফুর মোল্লা (৪৬) পালিয়ে যায়। আসামীদ্বয়ের বিরুদ্ধে উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।
এছাড়াও কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া ডালমিল মাঠপাড়া এবং চাঁচড়া বাবলাতলা পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজাসহ মোঃ রাব্বি (২৩) ও মোঃ সালমান হোসেন (২৮)কে হাতেনাতে গ্রেফতার করে। যশোরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ রাহাত খান, আসামী মোঃ রাব্বি (২৩)কে ৬০ (ষাট) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহির দায়ান আমিন, আসামী মোঃ সালমান হোসেন (২৮)কে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন বলে জানা যায়।