সোমবার, ২৩ জুন ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

চার বিষয়ে ভারতের সঙ্গে কথা বলতে চান শাহবাজ

নিজস্ব প্রতিবেদক / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
চার বিষয়ে ভারতের সঙ্গে কথা বলতে চান শাহবাজ
চার বিষয়ে ভারতের সঙ্গে কথা বলতে চান শাহবাজ

চারটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। বুধবার এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ‘নিরপেক্ষ’ দেশের নামও প্রস্তাব করেছেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুসারে, বুধবার শাহবাজ শরিফ বলেন, ভারতের সঙ্গে কাশ্মীর, পানি, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ— এই চারটি মূল বিষয়ের উপর আলোচনা হবে।

তিনি জানান, ভারত কেবল সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা চাইলেও, তারা এই চারটি বিষয় নিয়ে কথা বলার দাবিতে অনড় থাকবেন।

গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর পাকিস্তানের সঙ্গে হওয়া চুক্তি স্থগিত রাখে ভারত। দুই দেশের সংঘর্ষবিরতি হওয়ার পরেও এখনও এই চুক্তির স্থগিতাদেশ প্রত্যাহার করেনি নয়াদিল্লি।

পাক-ভারত দ্বিপাক্ষিক আলোচনা চীনে হতে পারে কি না, এই প্রশ্নের উত্তরে শাহবাজ বলেন, ভারত কখনও এতে রাজি হবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, সৌদি আরবে এই দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। সে ক্ষেত্রে দুই দেশই বোঝাপড়ায় আসতে সম্মত হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

সম্প্রতি দেশটির সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেয় শাহবাজ শরিফের মন্ত্রিসভা। মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এ প্রসঙ্গে বুধবার শাহবাজ বলেন, সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল পদে বসানোর সিদ্ধান্ত একান্তই আমার। তবে এই বিষয়ে বড় ভাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তিনি আলোচনা করেছেন বলে জানিয়েছেন শাহবাজ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL