সোমবার, ২৩ জুন ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ

নিজস্ব প্রতিবেদক / ৬৮ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ
চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ

চীন সরকারের একটি বৃত্তি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ (Chinese Government Scholarship)। এ বৃত্তির আওতায় আন্ডারগ্র্যাজুয়েট মাস্টার্স, ডক্টরাল, জেনারেল/সিনিয়র স্কলার প্রোগ্রামের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। এ বৃত্তি ইসলামিক দেশগুলোর সংগঠন ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন-ওআইসি’ভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য।

আবেদনের উল্লেখযোগ্য শর্ত হলো-
* চীন ছাড়া অন্য কোনও দেশের নাগরিক হতে হবে;

* সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং সংক্রামক রোগ বা জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোন রোগে আক্রান্ত হওয়া যাবে না;

* পড়াশোনা বা কাজের সময় ভালো শিক্ষাগত পারফর্ম্যান্স এবং ভালো আচরণের অধিকারী হতে হবে এবং প্রোগ্রাম সম্পন্ন করার জন্য চীনা ভাষা বা ইংরেজিতে ভাষাগত দক্ষতা থাকতে হবে;

* চীনের অন্য কোনো বৃত্তি পেলে বা বৃত্তির জন্য স্পনসর পেলে;

* স্নাতক প্রোগ্রামের জন্য কলেজ পাস হতে হবে এবং আবেদনের বয়স ২৫ বছরের কম হতে হবে;

* ডক্টরাল প্রোগ্রামের জন্য আবেদনের বয়স ৪০ বছরের কম এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

* সাধারণ স্কলার প্রোগ্রামের জন্য কলেজ পাস এবং আবেদনের জন্য বয়স হতে হবে কমপক্ষে ৪৫ বছর;

* সিনিয়র স্কলার প্রোগ্রামের জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী বা সহযোগী অধ্যাপক পর্যায় (বা তার বেশি) হতে হবে এবং আবেদন করার বয়স ৫০ বছরের কম হতে হবে।

 

আবেদনে পদ্ধতি ও নিয়মাবলী-
চীনা কর্তৃপক্ষ ও বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় উভয় লিংক-এ অনলাইনে আবেদন করতে হবে। চীনা কর্তৃপক্ষের কাছে অনলাইন আবেদনের লিংক: http://www.campuschina.org এবং শিক্ষা মন্ত্রণালয়ের লিংক: http://202.4.112.150:3030। শিক্ষা মন্ত্রণালয়ের ২৭ জানুয়ারি বেলা ৩.০০টা পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ আগ্রহীদের এ সময়ের মধ্য আবেদন করতে হবে।

আবেদনের নিয়মবলী-
* শিক্ষা মন্ত্রণালয়ে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রার্থীকে প্রাথমিক তথ্য ফরমের অনুলিপি এবং সংশ্লিষ্ট সকল সার্টিফিকেট/ ট্রান্সক্রিপ্ট/ পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, অনধিক ছয়মাস পূর্বের পুলিশ ক্লিয়ারেন্স সনদ, চীনা/ইংরেজি ভাষার দক্ষতার সনদ এবং অন্য সকল ডকুমেন্টের স্ক্যান কপি জমা দিতে হবে।

* আবেদনপত্রের হার্ড কপি সচিবালয়ের ২ নম্বর গেট-সংলগ্ন অভ্যর্থনা কক্ষে রক্ষিত নির্ধারিত বাক্সে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জমা প্রদান করতে হবে। খামের ওপর আবশ্যিকভাবে প্রেরক, প্রাপক (উপসচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নং: ১৭০৬, ভবন নং ০৬, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা), ID/Tracking Number এবং Program-এর নাম উল্লেখ করতে হবে। হার্ডকপি মন্ত্রণালয়ে জমাদানের শেষ তারিখ ২৭ জানুয়ারি, ২০২৫ বিকেল ৫.০০টা। উল্লিখিত স্থান ছাড়া অন্য কোথাও আবেদন জমা দেওয়া হলে তা বিবেচিত হবে না।

 

* আবেদনপ্রাপ্তির পর মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

* আবেদন করার সময় পুলিশ ক্লিয়ারেন্স সনদ জমা দেওয়া সম্ভব না হলে উক্ত সনদের জন্য করা আবেদনের অনুলিপি জমা দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অন্য সব সনদের মূল কপির সঙ্গে পুলিশ ক্লিয়ারেন্সের মূল কপি উপস্থাপন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL