নিজস্ব প্রতিবেদক: ঈদের মধ্যেও থেমে নেই মাদক কারবারীদের দৌরাত্ম্য। মাদক মুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২৪ ঘন্টাই সজাগ। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
জানা যায়, ঈদের ২য় দিন (রবিবার) ৮ই জুন ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার জেলার সদর মডেল থানাধীন বাইপাস সড়কস্থ লিটন ইঞ্জিনায়ারীং এন্ড ওয়ার্কশপ এর সামনে রাস্থার উপর অভিযান পরিচালনা করে ৬০০০ (ছয় হাজার ) পিস ইয়াবা ও একটি প্রাইভেট কারসহ জিয়াবুল করিম (৩৮)কে হাতেনাতে গ্রেফতার করে। সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা বলেন, আসামী টেকনাফ কক্সবাজারেরর বাসিন্দা। ৬ হাজার পিস ইয়াবা ছাড়াও একটি প্রাইভেট কার ব্লুবুক ও গাড়ী চাবিরসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।