নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার কর্তৃক ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার।
মঙ্গলবার (১২ই নভেম্বর ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কক্সবাজার কর্তৃক ৪০০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপপরিচালক মো: সিরাজুল মোস্তফা বলেন, বাংলাদেশ নৌবাহিনী টেকনাফ কন্টিনজেন্ট এর লেফট্যানেন্ট কমান্ডার রাহাত এর সঙ্গীয় ৯জন সসস্ত্র সদস্য সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপির ৮ নং ওয়ার্ড সাতঘরিয়াপাড়া শিয়াল্যমুডা গ্রামস্থ পলাতক আসামি নুরুল ইসলাম প্রকাশ নুর সালাম এর বসতঘরে অভিযান পরিচালনা করে শয়ন কক্ষের ভেতর খাটের নিচে একটি স্কুল ব্যাগের ভেতর কালো পলিথিন স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০০০০ (চল্লিশ হাজার) পিস আ্যমফিটামিন যুক্ত ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ অর্থ ৬৫৭০০ (পয়ষট্টি হাজার সাতশত) টাকা উদ্ধার করে।
পলাতক আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় ।