শনিবার (১১ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
‘বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো এত সহজ না।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কামরুল ইসলাম বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই। কোনো অবস্থাতেই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসার প্রশ্নই ওঠে না।
আওয়ামী লীগকে গণআন্দোলনের হুমকি না দিয়ে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম।দলের এ সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে তারেক রহমানের নেতৃত্বে দল গঠন করতে চাচ্ছে দলটির নেতারা।