ঢাকা সবজি কিনতে গিয়ে জনতার ঘেরাওয়ের মুখে পড়েন মুন্নী সাহা
কারওয়ান বাজারে সবজি কেনার সময় জনতার ঘেরাওয়ের মুখে পড়েন ‘এক টাকার খবরের’ সম্পাদক সাংবাদিক মুন্নী সাহা। পরে তাঁকে আটক করে তেজগাঁও থানা-পুলিশ। তাঁকে কারওয়ান বাজার থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
আটক হওয়ার আগে মুন্নী সাহা টেলিফোনে বলেন, ‘তিনি অফিস থেকে বের হয়ে কারওয়ান বাজারে সবজি কিনছিলেন। এ সময় কিছু লোক তাঁকে দেখে হইচই শুরু করে। একপর্যায়ে তাঁরা তাঁকে ঘেরাও করে পুলিশে খবর দেয়। এরপর তেজগাঁও থানা-পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।’
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করীম মল্লিক বলেন, মুন্নী সাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে আটক রাখা হয়েছে।