নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো ও নোয়াখালী কর্তৃক ইয়াবা উদ্ধার।
জানা যায়, (সোমবার) ২২শে সেপ্টেম্বর ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক রামেশ্বর দাস এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম মেট্রো কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়ক টোল প্লাজার উত্তর পাশে অভিযান পরিচালনা করে মোসা: তাসলিমা (২৫) ও মোসা: মুন্নি আক্তার (২০) কে ৭৯৫ (সাতশত পঁচানব্বই) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।
এদিকে (মঙ্গলবার) ২৩শে সেপ্টেম্বর ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বেগমগঞ্জ মডেল থানাধীন ০৩নং জিরতলী ইউপির দরাফপুর গ্রামে অভিযান পরিচালনা করে মো: রিয়াদ হোসেন (৩১)কে ২১৫ (দুইশত পনেরো) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন।