নিজস্ব প্রতিবেদক: মাদক কারবারীর স্পর্দা কত ভয়ানক! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বান্দরবান কর্তৃক ১,১০,২০০ পিস ইয়াবা উদ্ধার।
জানা যায়, (বুধবার) ১০ই সেপ্টেম্বর ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বান্দরবানের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে ও জেলা কার্যালয় কক্সবাজার এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম নাইক্ষ্যাংছড়ি থানাধীন ঘুমধুম ইউপি এর ৫ নং ওয়ার্ড এ অভিযান পরিচালনা করে ১১০২০০ (এক লক্ষ দশ হাজার দুইশত) পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ ৪৩৫০০ (তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকা ও মোবাইল ফোনসহ ফাতেমা খাতুন (৩৮)কে হাতেনাতে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যাংছড়ি থানাধীন ঘুমধুম ইউপি এর ৫ নং ওয়ার্ড এর আসামি ফাতেমা খাতুন(৩৮) এর নিজ দখলীয় বসতঘরের ভিতর স্টিলের ওয়ারড্রব এর নিচের ড্রয়ারে লুকানো অবস্থায় প্লাস্টিকের সিনথেটিক ব্যাগের ভিতর টিস্যু ও স্কচটেপ দ্বারা মোড়ানো ১১০০০০ (এক লক্ষ দশ হাজার) পিস এবং খাটের উপর তোশকের নিচে পার্টস ব্যাগের ভিতর ২০০ (দুইশত) পিস আ্যমফিটামিন যুক্ত ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।