নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত। আবারো যশোর ও নোয়াখালীতে মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার।
বৃহস্পতিবার (৬ই নভেম্বর ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ঝিকরগাছা উপজেলা মোড়স্থ ঝিকরগাছা প্রাইভেট ক্লিনিকের পশ্চিম পার্শ্বে যশোর টু বেনাপোল মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে সাতক্ষীরা লাইন পরিবহন (ঢাকা মেট্রো- ব-১৫-০৭৬২) তল্লাশী করে মোহাম্মদ আলমগীর (৩০) ও ময়না পাখি (২৪) (পরস্পর স্বামী- স্ত্রী) কে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর ঝিকরগাছা থানায় মাকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে বৃহস্পতিবার (৬ই নভেম্বর ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন কাঠালী গ্রামে অভিযান পরিচালনা করে ৩০৬ (তিনশত ছয়) পিস, ৬৫০ (ছয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ মোঃ জাকির হোসেন (৩০), পিতা- আবু জাহের, মো: পারবেজ (২৯), পিতা: আবদুছ ছাত্তার , মো: সজিবুল ইসলাম (২৭), পিতা-জসিম উদ্দিন ও মো: আরিফুর রহমান (২৭), পিতা-মৃত.দলিলুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করে।
উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ জাকির হোসেন জানায়, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উৎস হতে অবৈধ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সোনাইমুড়ীর কাঠালী গ্রামে মাদক সেবনের স্পট পরিচালনা করে। ইতোপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট গাঁজাসহ গ্রেপ্তার হয়। পরে জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। আসামী মোঃ জাকির হোসেন (৩০) এর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন। এবং অপর তিন আসামী প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করায় সোনাইমুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত ঘটনাস্থলেই তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।