নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী (ডিএনসি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত। আবারো নোয়াখালী ও যশোরে বিপুল পরিমান মাদক ইয়াবা, টাপেন্টাডল ও গাঁজা উদ্ধার, এসময় গ্রেফতার ৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে ২রা নভেম্বর ২০২৫ তারিখ হতে ৩রা নভেম্বর ২০২৫ মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে, বেগমগঞ্জ মডেল থানাধীন সেতুভাঙ্গা জাহাজ কোম্পানি পোল সংলগ্ন সেতু ডিজিটাল কম্পিউটার স্কেল নামীয় দোকানের সামনে রাস্তার উপর চট্টগ্রাম টু লক্ষ্মীপুরগামী জোনাকি সার্ভিস নামীয় (রেজিঃ নং চট্ট মেট্রো ব- ১১-১৮১৫)যাত্রীবাহী বাসে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি মোঃ আব্দুল মোতালেব (৪৬) ও তার সহযোগী মোঃ মোবারক হোসেন (৩০)কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অপর অভিযানে চট্টগ্রাম-লক্ষ্মীপুরগামী শাহী পরিবহন নামীয় (রেজিঃ নং ঢাকা মেট্রো ব-১৫-০০৭২) যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে গাড়িচালক মোঃ আবু তালেব (৫৪)কে ১০০০ (এক হাজার) পিস হাতেনাতে গ্রেপ্তার করে।
উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গত সপ্তাহে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবাসহ বাঁধন পরিবহনের এক সুপারভাইজারকে গ্রেফতার করা হলে ইয়াবা পাচারকারী চালক-সুপারভাইজারদের একটি চক্রের সন্ধান মেলে। তারই ধারাবাহিকতায় বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পশ্চিম বাজারস্থ শাহী বাস কাউন্টারের বিপরীত পাশে বাসে থেকেই মোঃ আবু তালেব (৫৪) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মোঃ আব্দুল মোতালেব (৪৬) নোয়াখালী-ফেনী-চট্টগ্রাম জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে নোয়াখালী জেলায় ০৭টি ও চট্টগ্রামের বিভিন্ন থানায় ০৪ টি মাদক মামলা বিচারাধীন আছে। সর্বশেষ গত ২৬ জুলাই ২০২৫ নোয়াখালীর সেনবাগে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে ০৩ মাস কারাবন্দী থেকে সম্প্রতি জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। নোয়াখালীতে ইয়াবার মূল সরবরাহকারী ফারুক-মোতালেব সিন্ডিকেটের প্রধান মোঃ ওমর ফারুক ওরফে বুলেট ফারুক (৪৪)কে গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১১০০০ (এগারো হাজার) পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। ফারুক বর্তমানে কারাগারে থাকায় মোতালেব নতুন সহযোগীকে নিয়ে পুনরায় ইয়াবার চালান নোয়াখালীতে নিয়ে আসে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ আবু তাহের ও উপপরিদর্শক তাজবীর আহাম্মদ বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।
যশোর
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আরবপুর ইউপির খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকাস্থ মোঃ আবিদ হাসান এর নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে মোঃ আবিদ হাসান (৩০)কে ২০০ পিস (দুইশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়াও মোবাইল কোর্ট অভিযানে, যশোর জেলার কোতয়ালী থানাধীন বসুন্দিয়া ইউপির জঙ্গলবাধাল খালঘাটপাড়াস্থ মোসাঃ রিনি খাতুন (৩২) এর নিজ দখলীয় বসতঘরে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে ও যশোর জেলার কোতয়ালী থানাধীন বসুন্দিয়া ইউপির জঙ্গলবাধাল খালঘাটপাড়া এলাকা হতে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ মিন্টু ব্যাপারী (২৭)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামী মোসাঃ রিনি খাতুন (৩২)এর বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন। এবং উপপরিদর্শক মদন মোহন সাহা এর প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়, যশোর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, সোহাইব হাসান আকন্দ মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ মিন্টু ব্যাপারী (২৭) কে ০৩ দিনের কারাদন্ড এবং ৮০০ টাকা অর্থদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।