মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার।
জানা যায়, (শনিবার) ১৮ই অক্টোবর, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক রবিউল্লাহ এর নেতৃত্বে একটি গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম মেট্রো কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রীজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মো: মিলন মিয়া (২৫)কে ৪০০ (চারশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।