শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, মৃত্যু ছাড়াল সাড়ে পাঁচশত

Reporter Name / ৮১ Time View
Update : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১:১৭ অপরাহ্ন
দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, মৃত্যু ছাড়াল সাড়ে পাঁচশত
দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, মৃত্যু ছাড়াল সাড়ে পাঁচশত

এ বছর ডেঙ্গুতে মৃ্ত্যের সংখ্যা সাড়ে ৫শ ছাড়িয়েছে। এর মধ্যে চলতি আগষ্ট মাসের ১ম ২৮ দিনেই ৩০৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩৩১ জন। মৃত্যু হয়েছে আরও ৮ জনের। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৯১৮ জন আর ঢাকার বাইরে ১ হাজার ৪১৩ জন। মৃত ৮ জনের মধ্যে ৬ জন ঢাকার। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ২১২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৯১৩ জন আর অন্যান্য বিভাগে ৪ হাজার ২৯৯ জন।

রবিবার হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২ হাজার ৩২৭ জন, মৃত্যু হয়েছে ১১ জনের। শনিবার রোগী ও মৃতের সংখ্যা  ছিল যথাক্রমে ১ হাজার ৯৬০ জন ও ৯ জন। শুক্রবার রোগীর সংখ্যা ১ হাজার ৫৯৪, মৃত্যু হয়েছে ১৪ জনের। এ বছর ১ জানুয়ারি থেকে গতকাল ২৮ আগষ্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে  ৫৫৬ জনের। এর মধ্যে ৩০৫ জনই চলতি আগষ্ট মাসে। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ২৩৬ জন পুরুষ আর ৩২০ জন নারী। ঢাকায় ৪১০ জন আর ১৪৬ জন ঢাকার বাইরে। এদিকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮৪২ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮ হাজার ৭৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL