শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

ডিএনসি’র বিশেষ গোয়েন্দা নজরদারীতে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকের বিশাল চালান উদ্ধার

Reporter Name / ১৬৬ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ১২:৫০ অপরাহ্ন
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বদ্ধ পরিকর
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বদ্ধ পরিকর

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দূর্গাউৎসবকে কেন্দ্র করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র বিশেষ গোয়েন্দা নজরদারীতে দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান অব্যাহত। আবারো বগুড়া, লালমনিরহাট, চট্টগ্রাম মেট্রো (উত্তর), গাইবান্ধা ও নোয়াখালীতে মাদকের বিশাল চালান উদ্ধার।

বগুড়া
(বৃহস্পতিবার) ১৯শে অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার উপপরিচালক মোঃ রাজিউর রহমান এর নেতৃত্বে, একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, শাজাহানপুর থানাধীন ঢাকা-রংপুর মহাসড়কে সিএনজি ও গ্যাসোলিন স্টেশন এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১টি লবনের ট্রাক তল্লাশী করে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা, ১৪৭০০ কেজি খোলা লবন, ৪টি মোবাইল ও ঢাকা- মেট্রো-ট-২৪-৩৭৩৭ ট্রাকসহ গাড়ীচালক মোঃ মিজানুর রহমান (২৯) ও মোঃ আলামিন মিয়া (২৩) এবং মোঃ জুয়েল মিয়া (৩৩) কে  হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ শাহআলম বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া কর্তৃক আটকৃত আসামী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া কর্তৃক আটকৃত আসামী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া কর্তৃক উদ্ধারকৃত আলামত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া কর্তৃক উদ্ধারকৃত আলামত

লালমনিরহাট
এদিকে (বৃহস্পতিবার) ১৯শে অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় লালমনিরহাটের উপপরিদর্শক আল আমিন হোসেন এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, লালমনিহাটের কালীগঞ্জ থানাধীন রুদ্রেশ্বর গ্রামস্থ সিরাজুল মার্কেটের পশ্চিম পার্শ্বে কাকিনা- রংপুর গামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি মোটর সাইকেল ও একটি  ব্যাটারি চালিত ভ্যান তল্লাশী করে ভ্যানের পাটাতনের নিচে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ২০০ (দুইশত) বোতল ফেন্সিডিল ও ব্যাটারি চালিত ভ্যানসহ মোঃ আজিজুল হক (৪৭), মোঃ কামরুজ্জামান (২৩), মোঃ আজহার আলী (৪৩) ও মোঃ রবিউল ইসলাম (২৮) কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী মোঃ নূর হোসেন (৪৭), মোঃ মিন্টু মিয়া (৪০) ও মোঃ লিটন মিয়া (২৫) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক আল আমিন হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় লালমনিরহাট কর্তৃক আটকৃত আসামী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় লালমনিরহাট কর্তৃক আটকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় লালমনিরহাট কর্তৃক আটকৃত আসামী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় লালমনিরহাট কর্তৃক আটকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত

চট্টগ্রাম মেট্রো (উত্তর)
অন্যদিকে (বৃহস্পতিবার) ১৯শে অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক হুমায়ন কবীর খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজার উত্তর পার্শ্বে এলাকায় কক্সবাজার-বগুড়া গামী ‘রয়েল কোচ’ যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে মোঃ আমিনুল ইসলাম (৩১) কে  ১,২৩০ (এক হাজার দুইশত ত্রিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো কর্তৃক আটকৃত আসামী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো কর্তৃক আটকৃত আসামী

গাইবান্ধা
এছাড়াও (শুক্রবার) ২০শে অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার উপরিচালক শহীদুল মান্নাফ কবির এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক মামুনুর রশীদ এর নেতৃত্বে, একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন কলাকাটা হামছাপুর গ্রামস্থ মোঃ বাবু মিয়া ব্যাপারী এর দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে ৪ (চার) কেজি গাঁজাসহ মোছাঃ সুমনা খাতুন (২১) কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোঃ বাবু মিয়া ব্যাপারী (৩৩) পালিয়ে যায়। উপপরিদর্শক মামুনুর রশীদ বলেন, আসামীদ্বয় পরস্পর সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত এ মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবন্ধা কর্তৃক আটকৃত আসামী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবন্ধা কর্তৃক আটকৃত আসামী

নোয়াখালী
এবং (শুক্রবার) ২০শে অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক মোশাররাফ হোসেনের নেতৃত্বে, একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, নোয়াখালী কোম্পানীগঞ্জ থানাধীন করালিয়া গ্রামস্থ (এন্তাজ মিয়ার নতুন বাড়ী) ৩নং ওয়ার্ড, বসুরহাট পৌরসভার বাসিন্দা মো: শাহীন এর নিজ  বসতঘরে অভিযান পরিচালনা করে বিশেষ কায়দায় তৈরিকৃত বাংকারের ভিতর হতে ৫ (পাঁচ) লিটার চোলাইমদসহ মো: শাহীন (৪৭) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোশাররাফ হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালী কর্তৃক আটকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালী কর্তৃক আটকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL