নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক!শ্বশুরকে ইয়াবা ব্যবসায় প্রলোভনকারী সেই জামাতা মোঃ রিপন শেখ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও টাঙ্গাইলে বিপুল পরিমান মাদকসহ তিনজন গ্রেফতার
(সোমবার) ২৪শে জুলাই ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান এর দিক নির্দেশনায়,ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মাসুদ হোসেন এর সার্বিক তত্বাবধানে,মতিঝিল সার্কেল পরিদর্শক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন উদ্যান এলাকায় মোঃরিপন শেখ (৩৬) এর ভাড়াকৃত ফ্লাটে অভিযান পরিচালনা করে কোটি টাকা মূল্যের ২০ (বিশ) হাজার পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে। এ বিষয়ে উপপরিচালক মোঃ মাসুদ হোসেন বলেন, কক্সবাজার থেকে রাজধানী ঢাকায় ইয়াবা পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান পরিচালনা করে আসছি। জুন-জুলাই মাসে (ঊনআশি হাজার পাঁচশত সাতাশ) পিস ইয়াবাসহ ৮১ জনকে গ্রেফতার করা হয়। আমাদের অভিযান অব্যাহত । আসামি মোঃ রিপন শেখ এর বিরুদ্ধে পরিদর্শক মোঃ মিজানুর রহমান বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।
এদিকে (সোমবার) ২৪শে জুলাই ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় টাঙ্গাইলের উপপরিচালক বিপ্লব কুমার মোদক এর সার্বিক তত্বাবধানে ”ক” সার্কেল পরিদর্শক মো আহসান হাবীব এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস সড়কে শেরপুর জেলা থেকে আগত পিকআপ গাড়ি তল্লাশী করে সকাল ০৭: ৪৫ (পনে আটটা) ২৩৮ বোতল Blender Pride Scotch Wisky এবং পিকআপ গাড়ীউদ্ধার সহ মহসীন হোসেন (২৯), ইয়াকুব আলী (৩০) কে হাতে নাতে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মো আহসান হাবীব বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।