লাতিন আমেরিকার অধিকাংশ দেশেই বর্তমানে বামপন্থী কিংবা বাম মনোভাবসম্পন্ন নেতারা ক্ষমতায়। তারই সুযোগ নিয়ে লাতিন আমেরিকান দেশগুলোর জোট ইউনিয়ন অব সাউথ আমেরিকান ন্যাশনসকে (ইউএনএএসইউআর) পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই বৈঠক। এতে দেশগুলোর নেতারা আঞ্চলিক ঐক্যের ওপর জোর আরোপ করেন।