সোহাগ হোসেন:
রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়ার চমর উদ্দিন ভিটা (চমার ভিটা) এলাকার হাফেজ মোঃ হানিফের তুলার গোডাউনে আগুন লেগে ৯ লক্ষাধীক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্থ জানান। আজ বৃহস্পতিবার সন্ধা ৬টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্থ হাফেজ মোঃ হানিফ জানান, তার মালিকানাধীন তুলার গোডাউনে হটাৎ করেই আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়দের অভিযোগ আগুন লাগার প্রায় এক ঘন্টা পর রামগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি টীম ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন পুড়ে সর্বশ্রান্ত হয়ে গেছেন তুলার কারখানা ও গোডাউন মালিক হাফেজ মোঃ হানিফ। দেরিতে ঘটনাস্থলে যাওয়ায় স্থানীয়দের সাথে রামগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইউনিট টীমের কর্মকর্তা খোরশেদ আলমের সাথে তর্কবিতর্কের ঘটনা ঘটে।