নিজস্ব প্রতিবেদক: মাদক কারবারীদের স্পর্দা কত ভয়ানক! টেকনাফ থেকে মুন্সিগঞ্জ হয়ে দিনাজপুর
(রবিবার) ২৪ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক বিদ্যুৎ বিহারির নেতৃত্বে একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর থানাধীন ৬ নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিল গ্রামের সাজেদ (২৪) এর ভাড়া করা বসতঘরে অভিযান পরিচালনা করে ৫৩ হাজার ইয়াবা, ৭০০ গ্রাম সন্ধিগ্ধ মাদক, ৩টি পিস্তল, ১টি রিভলবার ও ১৪১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে টেকনাফের বাসিন্দা ১. আব্দুল্লাহ (২৮), পিতা- আবু সৈয়দ, ২. কাদের (৩৫), পিতা- হোছন আহম্মদ, ৩. সাহেদ প্রকাশ সাজেদ (২৪), পিতা- ইমাম হোসেন, ৪. শাহ আলম (২০), পিতা- ইমাম হোসেন, ৫. সাদ্দাম (২৮), পিতা – হোছন আহম্মদ, ৬. আনোয়ার (৩৫), পিতা- বশির আহম্মদ, ৭. মো: কাসিম, পিতা- কালা মিয়া পালিয়ে যায়। টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, আসামীরা মূলত মাদক ব্যাবসায়ী। টেকনাফে মাদক মজুদ ও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সিন্ডিকেট ভিত্তিক আধিপত্য বিস্তারের কৌশল হিসেবে অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে। ৭০০ গ্রাম সন্ধিগ্ধ মাদকের আলামত রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ধরনের অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) ও আগ্নেয়াস্ত্র আইনে দু’টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এদিকে (রবিবার) ২৪ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জের উপপরিচালক (অঃদাঃ) মোহাম্মদ মামুন এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদশর্ক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, শ্রীনগর থানাধীন দেউলভোগ এলাকায় অভিযান পরিচালনা করে ৪০( চল্লিশ ) বোতল ফেন্সিডিলসহ মোঃহান্নান তালুকদার রবিন (৪৩) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে শিবনাথ কুমার সাহা বাদী হয়ে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
অন্যদিকে (রবিবার) ২৪ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝিনাইদহ এর সহকারী পরিচালক গোলক মজুমদার এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক মোঃ আলতাফ হোসেনসহ বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন পুড়াপাড়া বাজার এলাকায় ভোর বেলায় অভিযান পরিচালনা করে ৪০( চল্লিশ ) বোতল ফেন্সিডিলসহ মোঃ আনিছ মাতবর (৪০) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ আলতাফ হোসেন বাদী হয়ে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।