নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক প্রায় কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার।
(শনিবার) ১৪ই অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ এর উপপরিচালক আনিছুর রহমান খাঁন এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক আসাদুর রহমান এর নেতৃত্বে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চাপাইঁনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বালুবাগানস্থ পৌরসভার জৈনক কাউসারের বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া মোসাঃ ববিতা খাতুন এর বসতঘরে অভিযান পরিচালনা করে ৭৫০ (সাতশত পঞ্চাশ) গ্রাম হেরোইনসহ মোসাঃ ববিতা খাতুন (২৬) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, উদ্ধারকৃত আলামতের মূল মালিক চরবাগডাঙ্গা এলাকার মোঃ জুয়েল রানা প্রকাস জুয়েল মেম্বার (৩২) বর্তমানে চাপাইঁনবাবগঞ্জের বেলেপুকুরে বসবাস করে। উক্ত তথ্যের ভিত্তিতে চাপাইঁনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বেলেপুকুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জুয়েল রানা এর বসতঘর হতে ২০০ ( দুইশত) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সর্বমোট ৯৫০ (নয়শত পঞ্চাশ গ্রাম) হেরোইন যার আনুমানিক মূল্য ৯৫ লক্ষ টাকা, ১টি সিলার মেসিন, হেরোইন পরিমাপক যন্ত্র, ৪ টি মোবাইল সেটসহ মোঃ জুয়েল রানা (৩২) কে হাতেনাতে গ্রেফতার করে। উপপরিদর্শক আসাদুর রহমান বলেন, তারা পারস্পারিক যোগসাজসে দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। আমাদের চৌকশ টিম অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মো: আসাদুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।