নিজস্ব প্রতিবেদক: আবারো ডিএনসি (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর) নওগাঁয় টাপেন্টাডল ট্যাবলেটসহ ১জন গ্রেফতার।
(বুধবার) ২৬ই এপ্রিল ২০২৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নওগাঁর সহকারী পরিচালক মো: লোকমান হোসেন এর সার্বিক তত্তাবধানে, উপ-পরিদর্শক মোঃ শাহীন শওকত এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, নওগাঁ সদর মডেল থানাধীন কিসমত পাহাড়পুর এলাকায় মোঃ সাজ্জাদ হোসেন এর নিজ বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ১৫৩০(এক হাজার পাঁচশত ত্রিশ) পিস ভারতীয় Tapentadol Tablets (টাপেন্টাডল ট্যাবলেট) সহ মোঃসাজ্জাদ হোসেন (৪১)কে হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোঃ মোস্তফা হোসেন ওরফে মোস্তো (৪৩) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ শাহীন শওকত বাদী হয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।