নিজস্ব প্রতিবেদক: মাহে রমজান এর পবিত্র রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে ২৪ ঘন্টাই সজাগ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১৮০ বোতল ফেন্সিডিল, ২টি প্রাইভেট কারসহ গ্রেফতার ৫।
(সোমবার) ২৭শে মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয়, (উত্তর) এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্তাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর দিক-নির্দেশনায়, উত্তরা সার্কেল পরিদর্শক মোঃ মাহাবুর রহমান, বিভাগীয় উপপরিদর্শক রোকেয়া আক্তার, সহকারী উপপরিদর্শক মোঃ আশরাফ আলী, সিপাই সাইফুল ইসলাম (৪৯-৫৪৮), সাইফুল ইসলাম (৪৯০-৬৬১) ও গাড়ী চালক মোঃ সোহানুর রহমান সোহান এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেলস্থ ২নং বাগান গেইটের সামনে পূর্ব পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে x-corolla প্রাইভেট কার এর যাত্রী মো: আলমগীর হোসেন (৩৩), মোঃ বাদশা মিয়া (৫০) ও মো: আবুল কালাম আজাদ (৩৬) এর দেহ তল্লাশী করে ৫ বোতল করে ১৫ বোতল ফেন্সিডিল এবং গাড়ীর অভ্যন্তর থেকে ৭৮ (আটাত্তর) বোতল ফেন্সিডিল উদ্ধার করে। একই সময় Axio প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২২-৮৪৩৩)এর যাত্রী মোঃ আলমগীর হোসেন (৩৩), মোঃ সুমন (২৫) এর দেহ তল্লাশী করে ৫ বোতল করে ১০ বোতল ফেন্সিডিল এবং গাড়ীর অভ্যন্তরে থেকে ৭৭ (সাতাত্তর) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সর্বমোট ২টি প্রাইভেট কার ১৮০ (একশত আশি) বোতল ফেন্সিডিল ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোনসহ ৫জনকে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মাহাবুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।